মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার গোপীনাথপুর-কোটাখোল সড়কের দুর্গাপুর গ্রামের কালী মন্দিরের সামনের সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মাহিম শেখ ওরফে মারুফ শেখ (১৪)।
নিহত বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও মাহিম শেখ ওরফে মারুফ শেখ স্থানীয় পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, শুক্রবার সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর কালী মন্দিরের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দেবদারু গাছের সাথে সজোড়ে ধাক্কায় মাহিম ও বাঁধন মারাত্মক আহত হন। সংকটজনক অবস্থায় দুজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত মাহিম শেখের বাবা পলাশ শেখ জানান, আমার ভাগ্নিজামাই (মাহিমের ফুপাতো ভগ্নিপতি) আজিজুল গাজী মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আজিজুল গাজী আমাদের পরিবারের সাথে কথা বলতেছিলেন। এই ফাঁকে মাহিম তার ভগ্নিপতির মোটরসাইকেলের চাবিটি নিয়ে তার বন্ধু বাঁধনকে সাথে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাপুর মোড়ে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে আমার ছেলে মাহিম ও তার বন্ধু বাঁধন মারা যায়।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের মরাদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সদর থানার এসআই মোরাদ হোসেন।