শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, ২ ঘণ্টা সড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয় স্টারলিং ডিজাইন্স কারখানা শ্রমিকরা। আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা পৌন ২টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা।
শ্রমিকরা জানায়, কোনাবাড়ি এলাকার এম ই এইচ আরিফ কলেজের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা আজ দুপুরে শতাধিক মোটরসাইকেল, চারটি প্রাইভেট গাড়ি নিয়ে উপজেলার হরিণহাটি এলাকায় অবস্থিত স্টারলিং কারখানার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা শ্রমিক পারাপারের জন্য মহাসড়কে লাল পতাকা দেখিয়ে রাস্তার দুই পাশে সব গাড়ি থামিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা কারখানার কয়েকজন শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পরে কিছু শিক্ষার্থী স্টারলিং কারখানার নিরাপত্তাকর্মীকে মারধর করে কারখানার ভিতরে প্রবেশ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কারখানা নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের ঘটনাটি পুরো কারখানা ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার সব শ্রমিক একত্রিত হয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে শিক্ষার্থীরা পালিয়ে গেলেও একটি হায়েস মাইক্রোবাসে হামলা চালায় শ্রমিকরা। এরপর শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ করতে থাকে।
শিল্প পুলিশের সিনিয়র এএসপি আবু তালেব জানান, স্টারলিং কারখানার শ্রমিকরা কারখানাটির সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়।