বিএনপির সঙ্গে খেলাফত মজলিশের বৈঠক
বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে খেলাফত মজলিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন লিয়াঁজো কমিটি প্রধান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদিকে খেলাফত মজলিশের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন।