ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ গেল এলজিইডির কার্যসহকারীর
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার (৩২) নামে এলজিইডির কার্যসহকারী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে কর্মরত সানোয়ার হায়দার বেশ কিছুদিন ধরে তার পারিবারিক নানা বিষয় নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সপ্তাহখানেক আগে তাঁর স্ত্রী ডিভোর্স দিলে তিনি আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আজ সকালে তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। একপর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ আপ মেইল ট্রেনের নিচে ঝাঁপ দেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সরিষাবাড়ী এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এই ঘটনা জানার পরই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ চন্দ্র দে বলেন, ঘটনাস্থলেই সানোয়ার হায়দারের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।