কুষ্টিয়ায় সেনাবাহিনীর কম্বল বিতরণ
কুষ্টিয়ায় অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার (২৪ জানয়ারি) সকালে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দেশ ও দেশের জনগণের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত। এরই ধারাবাহিকতায় আর্তমানবতার সেবায় কুষ্টিয়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে গত ৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ৪২৫টি কম্বল বিতরণ করা হয়েছে।