রাজধানীতে পার্বত্য মেলা ও তারুণ্যের উৎসব শুরু ২৯ জানুয়ারি
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে চার দিনব্যাপী ‘পার্বত্য মেলা ও তারুণ্যের উৎসব’ আয়োজন করা হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, এই মেলা আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।