দিনাজপুরে হাড় কাঁপানো শীত, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে
মৃদু শৈত্যপ্রবাহ বইছে দিনাজপুরে। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সকালে দেখা মিলছে না সূর্যের। আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। প্রচণ্ড কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। তারা কাজে যেতে পারছেন না।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
দিনাজপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওয়ারেস বলেন, শীতজনিত রোগে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।