৮ ঘণ্টা বন্ধ থাকার পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশা কেটে যাওয়ায় আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আরিচা-কাজিরহাট নৌরুটে এবং সকাল ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করছে। চার ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক যানবাহন।
ঘাট কর্তৃপক্ষ জানায়, আরিচা-কাজিরহাট নৌরুটে ৮ ঘণ্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। বিকনবাতি অস্পষ্ট হয়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় উভয়ঘাটে ১২টি ফেরিকে আটকা পড়ে।
অপরদিকে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত সাড়ে ১১টায় ঘন কুয়াশার প্রকোপ বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় দুই ঘাটে পাঁচটি ফেরি আটকা পড়ে।
অগ্রাধিকার ভিত্তিতে নৈশকোচ ও যাত্রীবাহী বাস পারাপার করানো হচ্ছে। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী।