জেএমবি সদস্য সন্দেহে বগুড়ায় আটক চার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত সন্দেহে বগুড়া থেকে চারজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে মসজিদের এক মুয়াজ্জিনও রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার শহরের পাওয়ার হাউস আবাসিক এলাকা থেকে ওই চারজনকে আটক করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক আসলাম আলী বার্তা সংস্থা ইউএনবিকে জানান, গত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদের মুয়াজ্জিন আবদুল মজিদ (৫৫), তাঁর দুই ছেলে মুজাহিদীন (২৮) ও আবদুল মুহিতকে (১৪) আটক করা হয়। সেই সঙ্গে অজ্ঞাতপরিচয় আরো একজনকে আটক করা হয়।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে এই চারজনকে আটক করা হয়েছে।