লঞ্চে অতিরিক্ত যাত্রী নিতে দেওয়া হবে না : নৌমন্ত্রী
কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘাটগুলোতে বিআইডব্লিউটিএর লোকজন কাজ করছে।
আজ শনিবার দুপুরে মাদারীপুরের কাওরাকান্দি ঘাট পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌপরিবহনমন্ত্রী আরো বলেন, ‘পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ায় ঈদের আগে যেমন বড় ধরনের দুর্ভোগ হয়নি। আশা করি ঈদের পরেও তেমনি কোনো সমস্যা হবে না। ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনো লঞ্চ চলাচল করতে দেওয়া হবে না। যাত্রীদের ফেরিতে পারাপার করা হচ্ছে। আশা করি, মানুষ আরামে বাড়ি থেকে ফিরতে পারবে।’