ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার স্যামুয়েলস
২০১৫ সালটা বেশ ভালোই কেটেছে মারলন স্যামুয়েলসের। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে বড় অবদান রেখেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২০১৫ সাল থেকে ২২টি ওয়ানডে খেলে তিনটি শতকসহ করেছেন ৮৫৯ রান। দারুণ এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নিয়েছেন স্যামুয়েলস।
ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও উঠেছে স্যামুয়েলসের হাতে। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ড্যারেন ব্রাভো। ২০১৫ সালে ৯টি টেস্ট খেলে ৩৫.৭৭ গড়ে ৬৪৪ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার উঠেছে ক্রিস গেইলের হাতে।
২০১৫ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টেই ছয় উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান শিমরন হেটমেয়ার। ২০১৫ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছয় ম্যাচে তিনি করেছিলেন ১৫৮ রান।
ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টেফানি টেলর। তাঁর নেতৃত্বেই উইন্ডিজ প্রথমবারের মতো জিতেছিল বিশ্বকাপ শিরোপা। ছয় ম্যাচে ২৪৬ রান করে স্টেফানিই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি খেলেছিলেন ৫৯ রানের ইনিংস। আর ২০১৫ সালের শুরু থেকে ১০টি ম্যাচ খেলে ৭০.১৪ গড়ে স্টেফানি করেছেন ৪৯১ রান।