‘জঙ্গিদের’ লাশ ঢাকা মেডিকেলে
রাজধানীর কল্যাণপুরে পুলিশে অভিযানে নিহত নয় ‘জঙ্গির’ লাশ ভবনটি থেকে সরানো হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় লাশ সরানোর কাজ শুরু হয়। ঘটনাস্থলে মোট চারটি অ্যাম্বুলেন্স দেখা যায়। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্সে চারটি মরদেহ, দ্বিতীয়টিতে দুটি এবং তৃতীয় অ্যাম্বুলেন্সে তিনটি মরদেহ তোলা হয়। আরেকটি অ্যাম্বুলেন্স এগুলোর পেছনে ছিল। মোট নয়টি লাশ ঢামেকে নেওয়া হয়।
আজ ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘তাজ মঞ্জিল’-এ অভিযান চালায় পুলিশ। ছয়তলা এই ভবনটির মালিক আতাহার উদ্দিন আহমেদ। ওই ভবনের পাঁচ তলায় ‘জঙ্গিরা’ থাকত বলে জানিয়েছে পুলিশ।
‘অপারেশন স্টর্ম-২৬’-এর মাধ্যমে ৭টায় পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হয় এবং একজনকে আহত অবস্থায় আটক করা হয়। অভিযানে একজন পুলিশ সদস্য সামান্য আহত হন।