মাছ ধরতে এসে লাশ হয়ে ফিরলেন শ্রীধাম
জীবিকার তাগিদে মাছ ধরতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রীধাম (৩৫)। গাজীপুরের কালীগঞ্জের গাড়ালিয়া বিলের পানি থেকে গতকাল রোববার তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের ভগ্নিপতি অনিল চন্দ্র দাস জানান, বর্ষাকাল থাকায় টাঙ্গাইল থেকে শ্রীধামসহ ১০-১২ জনের একটি জেলে দল কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ালিয়া বিলে মাছ ধরতে আসে। তারা বেশ কিছুদিন ধরে ওই এলাকায় অবস্থান করে মাছ ধরছিল। রোববার সকালে মাছ ধরার সময় শ্রীধাম নৌকা থেকে বিলে পড়ে যায়। পরে শ্রীধামের সঙ্গীরা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, পুলিশ শ্রীধামের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরো জানান, নিহতের বড় ভাই ভবেশ চন্দ্র দাস বাদী হয়ে দুপুরে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।