রাজবাড়ীতে নৌকাডুবি, নিহত বেড়ে ৬
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া বাজার সেতুর কাছে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ একই পরিবারের তিনজনসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ আজ শনিবার বিকেলে নিখোঁজ ভ্যানচালক দুলালের (৩৫) মৃতদেহ উদ্ধার করা হয়।
আজ শনিবার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটারের মধ্য থেকে কালুখালী থানার পুলিশ ও ডুবুরি দল ছয়জনের লাশ উদ্ধার করে। তবে ডুবে যাওয়া নৌকাটির কোনো সন্ধায় পায়নি তারা।
উদ্ধার হওয়া অন্য পাঁচজন হলো হালিমন (৫০), ফরিদা (৪০), বেগম (২০), রাজু (৪) ও রাহুল (৬)। তাঁদের বাড়ি রাজবাড়ীর পাংশা ও কালুখালী থানার বিভিন্ন এলাকায়।
এর আগে নিখোঁজদের তালিকায় থাকা হাসনাকে (৫) গতকাল শুক্রবারই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির ঘটনাস্থল থেকে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়িয়া বাজার থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা সাদারচর এলাকায় যাচ্ছিল। ট্রলারটি বাজারের সেতুর কাছে প্রবল স্রোতের কারণে ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ছয় যাত্রী নিখোঁজ হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক জিন্নাত আরা এবং পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত তিন নারী এবং দুই শিশুর পরিবারের প্রত্যককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। লাশ দীর্ঘ সময় পানিতে থেকে ফুলে যাওয়ায় তাড়াতাড়ি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, ২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুনাহার চৌধুরী লাভলী গভীর দুঃখ এবং শোক প্রকাশ করেন। সেই সঙ্গে নিহত যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।