রাঙামাটিতে শেখ রাসেল কম্পিউটার ল্যাব উদ্বোধন
রাঙামাটি পাবলিক কলেজে শেখ রাসেল কম্পিউটার ল্যাব ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় সারা দেশে ২০০১টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত এ ডিজিটাল ল্যাব ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় রাঙামাটি পাবলিক কলেজে ডিজিটাল ল্যাবের নামফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান।
উন্মোচনের পর বক্তারা বলেন, এই কম্পিউটার ল্যাব ও ভাষাকেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ভাষাজ্ঞানে সমৃদ্ধ করা হবে।