রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
রাজবাড়ীতে নানা আয়োজনে আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যেগে দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ছাড়া স্বেচ্ছায় রক্তদান, কোরআনখানি, মিলাদ মাহফিল, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও শোক র্যালির আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের প্রশাসক আকবর আলী মজ্জি, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এ ছাড়া রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টেরট ভবন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা পরিষদের প্রশাসক আকবর আলী মজ্জি, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে কালেক্টের ভবন চত্বরে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।