ডিসেম্বরে দৃশ্যমান হবে পদ্মা সেতু : সেতুমন্ত্রী
আগামী ডিসেম্বরে নির্মাণাধীন পদ্মা সেতুর মূল পিলারের ওপর স্প্যান বসবে, আর তখনই পদ্মা সেতুর কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ‘স্প্যানের একটি জাহাজ এরই মধ্যে বাংলাদেশে এসে গেছে। ডিসেম্বরে পদ্মা সেতুর মূল পিলারের ওপর দুটি স্প্যান বসানো হবে। স্প্যান নিয়ে আরো চারটি জাহাজ বাংলাদেশের পথে রয়েছে। সেগুলোও যথাসময়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসে যাবে।’
আজ বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে যাত্রাবাড়ী-মাওয়া-শিবচর-ভাঙ্গা (ঢাকা-খুলনা) মহাসড়ক হালকা যানবাহনের জন্য চার লেনে উন্নীতকরণের কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি কাওরাকান্দি-শিবচর-মাদারীপুর সড়কের ওপর দুটি সেতু উদ্বোধন এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
এ সময় ওবায়দুল কাদের পদ্মা সেতুর নির্মাণকাজের অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, এখন পর্যন্ত পদ্মা সেতুর কাজ ৩৭ ভাগ সম্পন্ন হয়েছে। সেতুর ২৭টি পাইলিংও শেষ হয়েছে।
মন্ত্রী আরো বলেন, যাত্রাবাড়ী-মাওয়া-শিবচর-ভাঙ্গা (ঢাকা-খুলনা) মহাসড়কটি দেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে। এটি বাস্তবায়ন হলে চার লেন থেকে আট লেনে রূপ নেবে। কাঁঠালবাড়ী-মাদারীপুর সড়ক সম্প্রসারণের নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।