চট্টগ্রামে কারখানার প্ল্যান্ট লিকেজের ঘটনায় তদন্ত কমিটি
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত সার কারখানার একটি প্ল্যান্ট লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়ানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার রাতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার জেলা প্রশাসন ও তদন্ত কমিটির সদস্যদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।
গতকাল রাত ১০টার দিকে ডাই অ্যামুনিয়াম ফসফেট ড্যাপ-১ সার কারখানার একটি প্ল্যান্ট লিকেজ হয়ে বাতাসে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এতে আনোয়ারা ও এর পাশের অনেক এলাকার অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গ্যাস নিয়ন্ত্রণে কাজ করে। গ্যাস নিঃসরণ এবং ছড়িয়ে পড়া বন্ধ করতে পানি ছিটিয়ে দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের পরিচালক জসিম উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় সার কারখানার একটি গ্যাসের ট্যাংকে বিস্ফোরণ হয়। এসব গ্যাস রাতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। অ্যামোনিয়া গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় মানুষের শ্বাসকষ্ট হয় ও শরীরে জ্বালাপোড়া হয়।
রাত সোয়া ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক পংকজ বড়ুয়া জানান, বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে শেষরাতে ক্রমশ গ্যাসের তীব্রতা ও ঝাঁজ কমে আসে।