মীর কাসেমের সঙ্গে পরিবারের সাক্ষাৎ বিকেলে
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর সঙ্গে আজ শনিবার বিকেলে দেখা করবেন পরিবারের সদস্যরা।
মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন এ তথ্য জানিয়েছেন।
পারিবারিক একটি সূত্রে জানা যায়, মীর কাসেমের পরিবারের সদস্যদের বিকেল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে।
প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই রায় কার্যকর করবে কারা প্রশাসন।
কারা সূত্র জানায়, গতকাল দুপুরের পর মীর কাসেম আলী প্রাণভিক্ষা চাইবেন না বলে কারা প্রশাসনকে জানিয়ে দেন। এর পরই আপিল বিভাগের দেওয়া মৃতুদণ্ডাদেশ কার্যকরের ক্ষণ গণনা শুরু হয়।
কারাগারের চারপাশ ও কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দারা। কারা ফটকেও তল্লাশি করে নিয়মিত দর্শনার্থীদের ভেতরে প্রবেশের করার অনুমতি দেওয়া হচ্ছে। এ ছাড়া কারা ফটকের সামনেও বসানো হয়েছে তল্লাশি চৌকি।
গত ৩০ আগস্ট সকাল ৯টা ৪ মিনিটে মীর কাসেমের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।