স্টার্কের পায়ে ৩০টি সেলাই!
মিচেল স্টার্কের কপালটাই খারাপ! দারুণ প্রতিভাবান হলেও চোটের কারণে প্রায়ই মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। এ বছরের শুরুতে গোড়ালির অস্ত্রোপচার অনেক দিন মাঠে নামতে দেয়নি। এবার অদ্ভুতভাবে আবারও চোট আক্রান্ত অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।
আজ সিডনিতে অনুশীলন সরঞ্জামের সঙ্গে ধাক্কা খেয়ে বাঁ পায়ে শুধু চোটই পাননি, মাঠ থেকে সরাসরি হাসপাতালে গিয়ে অস্ত্রোপচারও করাতে হয়েছে স্টার্ককে। অস্ত্রোপচারে প্রয়োজন হয়েছে ৩০টি সেলাইয়ের! ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান চিকিৎসা কর্মকর্তা জন অরচার্ড জানিয়েছেন, ‘আজ বিকেলে অনুশীলন সরঞ্জামের সঙ্গে ধাক্কা খেয়ে বাঁ পায়ে গভীর ক্ষতের পর মিচেলকে অ্যাম্বুলেন্সে করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সৌভাগ্যক্রমে কোনো হাড়ে চিড় ধরেনি বা শিরাও ছিঁড়ে যায়নি। ক্ষত পরিষ্কার করে বিকেলেই অস্ত্রোপচার করা হয়েছে তাঁর পায়ে। প্রায় ৩০টি সেলাই লেগেছে।’
জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও অস্ট্রেলিয়ার পক্ষে সেরা বোলিং পারফরম্যান্স ছিল স্টার্কের। তিন টেস্টে ১৫.১৬ গড়ে ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। আজকের চোটের আগেই অবশ্য আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দলে না রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। তবে নভেম্বরে প্রোটিয়াদের ফিরতি সফরে স্টার্ককে পেতে জোর আশাবাদী অস্ট্রেলিয়া।