লক্ষ্মীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
লক্ষ্মীপুরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে জেলার রায়পুর উপজেলার রাখালিয়া রবিদাশের পোলের গোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আরিফুল ইসলাম রাজু (২৬)। তিনি রায়পুর উপজেলার কেরয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল চেপে রায়পুরের দিকে যাচ্ছিলেন রাজু। পথে রবিদাশের পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।