‘শুধু উচ্ছেদ নয়, জেলও খাটিয়েছেন মেয়র’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/12/photo-1476282431.jpg)
‘অমানবিক ও অবৈধভাবে’ বাসগৃহ ভেঙে দিয়ে ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানি করায় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মরিয়ম বেগম নামে এক নারী।
মরিয়ম নিজেকে মুক্তিযোদ্ধার স্ত্রী দাবি করে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাঙামাটির পৌরসভার পাশে আমার সন্তানদের নিয়ে বসবাস করে আসছি। পৌর ভবন করবে বলে সেখান থেকে আমাকে উচ্ছেদ করা হয়েছে। শুধু তাই নয়, আমাকে মিথ্যা চুরির মামলা দিয়ে সাতদিন জেল খাটিয়েছেন মেয়র। এ সময় আমার ঘরের সব জিনিসপত্র নষ্ট করে দিয়েছেন।’
আজ বুধবার দুপুর ১২টায় রাঙামাটির এক রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন মরিয়ম। এ সময় আরো উপস্থিত ছিলেন মরিয়ম বেগমের মেয়ে ফাতেমা বেগম ও নাজমা বেগম।
মরিয়ম বেগম দাবি করেন, তাঁর স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং পরবর্তী সময়ে তিনি রাঙামাটি পৌরসভার একজন কর্মচারীও ছিলেন। আর সেই সূত্রেই তাঁরা দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করে আসছিলেন।
মরিয়ম বেগম উপযুক্ত ক্ষতিপূরণসহ তাঁর বসতভিটা ফেরত চান।