বিধিমালার জন্য আবেদন করবে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/30/photo-1477821531.jpg)
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভায় অতিথিরা। ছবি : এনটিভি
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান আনোয়ার উল হক বলেছেন, পর্যাপ্ত দরখাস্ত জমা পড়েছে। সেগুলোর যাচাই-বাছাই শেষে ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নের জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে।
আজ রোববার দুপুরে রাঙামাটি সার্কিট হাউসে কমিশনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কমিশনের চেয়ারম্যান।
সকালে পাঁচ বাঙালি সংগঠনের বিরোধিতা করে ডাকা অবরোধের মধ্যেই শুরু হয় সভা। এতে কমিশনের নয় সদস্যের মধ্যে আটজনই উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়সহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাশেষে সন্তু লারমা ও চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেছেন, জনবল কম থাকলেও কমিশনের কাজ এগিয়ে যাচ্ছে এবং ভূমি নিয়ে কারোই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।