পিরোজপুরে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে। ‘সত্য, সেবা, নীতি ও ধর্ম- জীবনের চারি কর্ম’- এই নীতিবাক্য এ ঐতিহ্যবাহী রাস উৎসবের মূল ভাবনা।
আজ মঙ্গলবার সকালে শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী অনুষ্ঠানের সূচনা করেন। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আশ্রম থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আশ্রমে গিয়ে শেষ হয়।
এই রাস উৎসব আগামী ১৯ নভেম্বর শেষ হবে। সমাপনী দিনে কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন, পরিক্রমা এবং গুরুপূজা শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে। এই উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে বিশাল এলাকাজুড়ে বসেছে রাসমেলা। মেলায় নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছেন দোকানিরা।
শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা ধর্মগুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১২৫তম আবির্ভাব তিথি রাস পূর্ণিমায় প্রতিবছরে এ উৎসব অনুষ্ঠিত হয়।