দোয়া করি, ইসলামের শত্রুরা ধ্বংস হোক : স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামের শত্রুদের ধ্বংস চেয়ে সবাইকে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বুধবার বিকেলে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা দরবার শরিফে তিনদিনব্যাপী ১২৬তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলের আখেরি মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইসলাম মানুষ হত্যাকে পছন্দ করে না, মানুষ হত্যাকে ঘৃণা করে। যারা ইসলামকে সন্ত্রাসী ধর্ম বানাচ্ছে, তারা ইসলামের শত্রু। যারা ইসলামের শত্রু হয়ে দাঁড়িয়েছে তারা যেন ধ্বংস হয়ে যায়, আসুন আমরা সেই দোয়া করি।’
ছারছিনা দরবার শরিফের পীর হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শরিক হন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মো. মারুফ আহসান, পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ও পুলিশ সুপার মো. ওয়ালীদ হোসেন প্রমুখ।