তিন হাজার রানের মাইলফলকের পরই সাকিবের সেঞ্চুরি
উচ্ছ্বাসে ফেটে পড়ার কথা ছিল সাকিব আল হাসানের। প্রথমত, দুই বছরের বেশি সময় পর টেস্টে শতক পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। একই দিনে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলকও ছুঁলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে অতিরিক্ত কোনো উচ্ছ্বাস দেখা গেল না, কেবল হেলমেটটা খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন।
ক্যারিয়ারের চতুর্থ শতকে পৌঁছার আগেই অবশ্য অনন্য এক মাইলফলকে পা রাখেন সাকিব। তিন হাজার রান করার সঙ্গেই ১৪তম ক্রিকেটার হিসেবে টেস্টে তিন হাজার রান ও ১৫০ উইকেট নেওয়া অলরাউন্ডারদের এলিট ক্লাবে ঢুকে গেলেন সাকিব।
গত ইংল্যান্ড সিরিজে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ১৫০ উইকেট নেন এই অলরাউন্ডার। এর আগে এই এলিট ক্লাবে ছিলেন গ্যারি সোবার্স, ইমরান খান, কপিল দেব, ইয়াম বোথামদের মতো তারকা অলরাউন্ডাররা।
টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে সাকিবের রান ছিল দুই হাজার ৯২৯। প্রথম দিন পাঁচ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান ৭১ রান করার সঙ্গে সঙ্গে তিন হাজার রানের ক্লাবে পৌঁছে যান। এরপর টেস্টে চতুর্থ শতকও পূর্ণ করেন তিনি।
নিউজিল্যান্ডের মাটিতে এটি সাকিবের টানা দ্বিতীয় শতক। ২০১০ সালে হ্যামিল্টনে সেঞ্চুরি করেন এই অলরাউন্ডার।
তামিমের আটটি ও আশরাফুলের ছয়টি সেঞ্চুরির পরই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সাকিব। অবশ্য চারটি শতক নিয়ে সাকিবের পাশে রয়েছেন মুমিনুল হক।
২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টের পর নিউজিল্যান্ডে সেঞ্চুরি করলেন সাকিব। এ সময়ে অবশ্য তিনটি অর্ধশতক করেছেন এই অলরাউন্ডার।