সাতক্ষীরায় শীতবস্ত্র পেল শীতার্তরা
সাতক্ষীরায় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে ‘সিকিং আন্ডারস্ট্যান্ডিং পিপল’ নামের একটি অনলাইন সংগঠন কম্বল বিতরণের আয়োজন করে।
সংগঠনটির পক্ষ থেকে অসহায়, গরিব, হিজড়া ও বুদ্ধিপ্রতিবন্ধীদের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তিনি এ সময় কম্বল বিতরণের পাশাপাশি সমাজের বিত্তবানদের দুঃস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা আয়েশা সিদ্দিকা, আল হাসান ইসলাম, মাশুক খান, শেখ আফজাল হোসেন শাওন, জাকারিয়া শাওন প্রমুখ।