মালয়েশিয়ায় ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন বাংলাদেশের হাইকমিশনারের
মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি সেখানে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজখবর নেন।
হাইকমিশনের কনস্যুলার (শ্রম) সাইদুল ইসলাম মুকুল, সচিব (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল উপস্থিত ছিলেন। ক্যাম্প কমান্ডার থালাহাহ হাইকমিশনারকে স্বাগত জানান। পরে হাইকমিশনারের সঙ্গে মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের নিয়ে মতবিনিময় করেন।
হাইকমিশন সূত্রে জানা যায়, মালয়েশিয়ার আইন অনুযায়ী ইমিগ্রেশন ক্যাম্পে পাসপোর্ট ও ভিসা না থাকা, পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হওয়া, সাগর বা স্থলপথে অনুপ্রবেশকারীদের পুলিশ গ্রেপ্তার করে বিচার শেষে দেশে ফেরত পাঠানোর জন্য রেখে দেয়। এরপর হাইকমিশন থেকে অস্থায়ী ট্রাভেল পাস ইস্যু করে বাংলাদেশে পাঠানো হয়। এ ক্ষেত্রে নিজেকে বিমান ভাড়া বহন করতে হয়। মতবিনিময়কালে এসব সমস্যা নিরসনে কথা বলেন হাইকমিশনার মো. শহীদুল ইসলাম।
বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার সাইদুল ইসলাম মুকুল এনটিভি অনলাইনকে জানান, বন্দিশিবিরে যারা আটক রয়েছেন, তাদের দ্রুত দেশে পাঠানোর সব রকম ব্যবস্থা করা হচ্ছে। যাদের কেউ নেই অথবা টিকেটের ব্যবস্থা হচ্ছে না, তাদের দূতাবাসের পাশাপাশি জনহিতৈষী কাজে নিয়োজিতদের সহযোগিতায় টিকেট দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এরই মধ্যে দূতাবাসের শ্রম শাখার সচিবরা প্রতিটি বন্দিশিবির পরিদর্শন করে বাংলাদেশিদের শনাক্ত করেছেন। পর্যায়ক্রমে তাঁদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।