শুভ জন্মদিন মাহমুদউল্লাহ
বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ। কখনো ব্যাটহাতে, কখনো বলহাতে দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি। গত প্রায় এক দশক ধরে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা এই অভিজ্ঞ ক্রিকেটারের আজ জন্মদিন। ১৯৮৬ সালে এই দিনে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি।
ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি দারুণ ভালোবাসা ছিল মাহমুদউল্লাহর। সেই পথ ধরে জাতীয় দলে পা রেখেছেন ২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় তাঁর।
দলের ব্যর্থতার দিনে মাহমুদউল্লাহর অভিষেক হলেও অলরাউন্ডিং পারফরম্যান্স দিয়ে নিজের জাতটা ভালোভাবেই চিনিয়েছেন তিনি। প্রথমে বলহাতে দুই উইকেট নেন, পরে ব্যাটহাতে ৩৬ রানের একটা ইনিংস খেলে আভাস দিয়েছিলেন ভবিষ্যতে ভালো কিছু করার ক্ষমতা রাখেন।
সেই প্রমাণ গত এক দশকে দিয়েছেনও তিনি, এখন পর্যন্ত ১৩৪টি ওয়ানডে খেলে ৩২.৮৫ গড়ে ২৮৫৮ রান করেন। যাতে দুটি সেঞ্চুরি রয়েছে, হাফ সেঞ্চুরি ১৬টি। আর বল হাতে নিয়েছেন ৭০ উইকেট।
২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে মাহমুদউল্লাহর ক্যারিয়ারের সেরা সাফল্য। সেবার তাঁর মোট সংগ্রহ ছিল, ৩৬৫ রান। সেবার প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করেন তিনি।
৩১ টেস্ট খেলে ৩০.৫১ গড়ে ১৭০৯ রান করেন এবং বলহাতে নেন ৩৯ উইকেট। এর যাতে একটি সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি রয়েছে ১২টি।
টি-টোয়েন্টিতেও তাঁর পারফরম্যান্স মন্দ নয়। ৫৬ ম্যাচ খেলে ১৯.৮৭ গড়ে ৭৭৫ রান করেন এবং উইকেট নেন ২১টি। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে দলের সঙ্গে ভারত সফরের রয়েছেন তিনি।