সোনালী ব্যাংকের ১২৭ কোটি টাকা আত্মসাৎ, জিএমসহ আসামি ৫
সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখা থেকে প্রায় ১২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের উপসহকারী পরিচালক মো. মোশারেফ হোসেন বাদী হয়ে খুলনার খানজাহান আলী থানায় মামলাটি করেছেন।
আসামিরা হলেন সোনালী ব্যাংকের তৎকালীন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নেপাল চন্দ্র সাহা, সোনালী জুট মিলের মালিক এস এম এমদাদুল হোসেন বুলবুল, ব্যাংকের ডিজিএম সমীর কুমার দেবনাথ, সিনিয়ার প্রিন্সিপাল অফিসার শেখ তৈয়েবুর রহমান ও কর্মকর্তা কাজী হাফিজুর রহমান।
নেপাল চন্দ্র সাহা বর্তমানে ঢাকায় মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে কর্মরত।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ব্যাংকের এসব কর্মকর্তা ব্যক্তিগত সুযোগ- সুবিধা নিয়ে এ ঋণ দিয়ে সরকারি ব্যাংকের ক্ষতি সাধন করেছেন।
মামলায় আরো বলা হয়েছে, ২০১০ সাল থেকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় পাট কিনে গুদামে মজুদ দেখিয়ে এবং বিভিন্ন ধরনের ঋণ নিয়ে মোট ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকা আত্মসাৎ করা হয়েছে। আর এই ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করার অভিযোগে খুলনা সোনালী ব্যাংকের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
এ ব্যাপারে বিকালে খুলনা দুদক কার্যালয়ে উপপরিচালক মো. আবদুল হাই সাংবাদিকদের ব্রিফ করেন।