খিলগাঁওয়ে ‘হামলাকারীর’ শরীরে ৪ গুলি
রাজধানীর খিলগাঁও থানার শেখের জায়গা এলাকায় মোটরসাইকেলে বিস্ফোরক নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় গুলিতে নিহত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁর শরীরে চারটি গুলি পাওয়া গেছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় ময়নাতদন্ত শুরু হয়ে সাড়ে ৪টায় শেষ হয়।
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘মৃত ব্যক্তির বুকে তিনটি ও ডান পায়ের রানে একটি গুলি পাওয়া গেছে। গুলির কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির ডিএনএ ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে।’
এর আগে আজ শনিবার ভোররাত ৪টা ৩৫ মিনিটে খিলগাঁও থানাধীন শেখের জায়গা এলাকায় মোটরসাইকেলে বিস্ফোরক নিয়ে র্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় গুলিতে হামলাকারী নিহত হন।
র্যাব ৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মাসুদ এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। র্যাবের এই কর্মকর্তা আরো জানান, হামলায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন।
এর আগে গতকাল রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় হাজীক্যাম্পে র্যাবের অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই হামলার দায় স্বীকার করেছে ‘ইসলামিক স্টেট (আইএস)’। আমাক ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে সংগঠনটির নামে এই হামলার দায় স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আইএসের সংবাদমাধ্যম হিসেবে পরিচিত ‘আমাক’-এ বলা হয়েছে, ঢাকায় র্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে। একজন যুবকের নিহত হওয়ার খবরও সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানে চারজন নিহতের ঘটনার একদিন পর গতকাল শুক্রবার এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।