ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ
রাজধানীর পল্টনে ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
ওয়াসার এমডি ছাড়া অন্যরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা।
একইসঙ্গে এ ঘটনায় ভুল তথ্য সংযোজন করায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মুহিবুর রহমান সুজন ও পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও আদালতকে জানাতে বলা হয়েছে।
আজ রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ওয়াসার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমদ এবং ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।
এর আগে গত ৭ মার্চ ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করেছিলেন হাইকোর্ট। ১৯ মার্চ তাদের সশরীরে আদালতে হাজির হয়ে এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। আজ সকালে তাঁরা হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিলে আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস বলেন, জাতীয় একটি দৈনিকে ‘পল্টনে খোলা ম্যানহোলে পরে এক ব্যক্তি নিহত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। আজ শুনানি চারজনের বিরুদ্ধে মামলার আদেশ দেন আদালত।