‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারাবে পাকিস্তান’
চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচগুলোর একটি ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে কারা জিততে পারে সে আলোচনা তো রয়েছেই, এরই মধ্যে শুরু হয়ে গেছে কথারও লড়াই। শরফরাজ আহমেদ ও জুনায়েদ খানের পর এবার পাকিস্তানি সাবেক তারকা ইউনিস খানও এই ম্যাচে নিজের দেশকেই ফেভারিট মনে করছেন।
অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড পাকিস্তানেরই পক্ষে। এখন পর্যন্ত তিনবারের লড়াইয়ে দুটি ম্যাচ জিতেছে পাকিস্তান, একটি ভারত। এই রেকর্ড পাকিস্তানি খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারানোর ক্ষমতা পাকিস্তানের রয়েছে বলে দাবি করেন ইউনিস খান। সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোকে তিনি বলেন, ‘এই ভারতকে এর আগেও বহু ম্যাচ হারিয়েছে পাকিস্তান। এবারও তাদের হারানো সম্ভব। তা ছাড়া ইংল্যান্ডের পিচ খুব ভালো। এমন পিচে ৪০০ রান তাড়া করে জেতা সম্ভব।’
আগামী ৪ জুন এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলের এটি চতুর্থ দেখা। এই লড়াইয়ে কে জিতে তা দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেটপ্রেমীরা।
আগামী ১ জুন শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। প্রথম মাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড।