আরেকটি ইতিহাস গড়লেন ফেদেরার
নতুন আরেকটি ইতিহাস গড়লেন রজার ফেদেরার। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে উইম্বলডন টেনিসে চ্যাম্পিয়ন হলেন তিনি। ১৮টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটি এবার ১৯-এ নিয়ে গেলেন তিনি। ফাইনালে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে তিনি হারিয়েছেন ৬-৩, ৬-১, ৬-৪ গেমে।
এর আগে উইম্বলডনে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে শিরোপা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের আর্থর অ্যাশ। এবার তাঁকে ছাড়িয়ে গেলে ফেদেরার। ৩৫ বছর ১১ মাস বয়সে উইম্বলডনে নিজের অষ্টম শিরোপা জিতলেন তিনি।
চার বছর পর এই আসরে শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন ফেদেরার। পিট সাম্প্রাসকে ছাড়িয়ে সবচেয়ে বেশি আটবার উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন এই সুইস তারকা। ২০১২ সালে ইংল্যান্ডের এই আসরে সর্বশেষ শিরোপা জিতেছিলেন তিনি।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন রাফায়েল নাদালকে হারিয়ে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম জিতেন তিনি। সে ধারাবাহিকতায় এবার আরেকটি শিরোপা জিতে ইতিহাস গড়েন তিনি।
২০০৩ সালে এখানেই ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ফেদেরার। এবার সেখানেই জিতে নিলেন আরেকটি শিরোপা। তাঁর মোট গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এখন ১৯টি। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় তাঁর পিছনে এখন আছেন রাফায়েল নাদাল, ১৫টি।