লাখো বাংলাদেশি আলেমের স্বাক্ষরে ওআইসিতে জঙ্গিবিরোধী ফতোয়া
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিবের হাতে বাংলাদেশের পক্ষ থেকে জঙ্গিবাদবিরোধী ফতোয়া তুলে দেওয়া হয়েছে। সেখানে স্বাক্ষর করেছেন বাংলাদেশের এক লাখ ১০ হাজার আলেম, মুফতি ও ইমাম।
গত মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির মহাসচিব আইয়াদ আমিন আল মাদানির হাতে ওই ফতোয়া তুলে দেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ও বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।
এ সময় ওআইসির মহাসচিব বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লাখো আলেমের স্বাক্ষর সম্বলিত ফতোয়া মানবকল্যাণে একটি মাইলফলক। জঙ্গিদের মধ্যে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করতে এটা কাজ করবে।’
এ বিষয়ে ফরিদ উদ্দীন মাসউদ বলেন, বাংলাদেশ জমিয়াতুল উলামা সংস্থাটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সংস্থাটি বাংলাদেশে আলেমদের একটি বড় অংশকে জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।
ফতোয়া হস্তান্তরের ওই অনুষ্ঠানে বাংলাদেশি আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়াতুল উলামার অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আরিফউদ্দীন মারুফ, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা আবদুল আলিম ফরিদী ও ঢাকা জমিয়তুল উলামার সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন।