অস্ট্রেলিয়ার এডিলেইডে ‘গরু পার্টি’
অস্ট্রেলিয়ার এডিলেইডে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজির (আইইউটি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এডিলেইড আইইউটিয়ান্স এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।
কুল এক্সপোজারের প্রধান নির্বাহী এরশাদুল হক টিংকুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পুনর্মিলনীকে ঐতিহ্যগতভাবে ‘গরু পার্টি’ বলা হয়। ২০০৫ সালে আইইউটি ২০০১ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের গরু কুরবানি করে সবাইকে খাওয়ানোর ঘোষণা থেকেই ঐতিহ্যবাহী গরু পার্টির সূচনা।
অস্ট্রেলিয়ায় বসবাসরত আইইউটির সব বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এক উৎসবমুখর মিলনমেলায় রূপ নিয়েছিল এডিলেইড হেক্টরভিলের স্থানীয় একটি কমিউনিটি সেন্টার। অনুষ্ঠানে সিডনি, এডিলেইড, ব্রিসবেন, ক্যানবেরা, মেলবোর্ন, পার্থ থেকে বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে অংশগ্রহণ করেন। প্রবাস জীবনের কর্মব্যস্ততা ভুলে সবাই যেন ফিরে গিয়েছিলেন গাজীপুর বোর্ডবাজারের আইইউটি ক্যাম্পাসে ফেলে আসা তারুণ্যের পুরনো দিনগুলোতে।

এনটিভি অনলাইন ডেস্ক