আগ্নেয়াস্ত্রের ব্যবহার কমাতে অস্ট্রেলিয়ায় ‘গান বায়ব্যাক’ কর্মসূচি
অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে বন্দুকধারীদের গুলিতে নিহত লোকদের স্মরণে শত শত মানুষের শ্রদ্ধা নিবেদনের মুহূর্তে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বলেছেন, তার সরকার আগ্নেয়াস্ত্রের অপব্যবহার বন্ধে ‘গান বায়ব্যাক’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।
অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী গোলাবর্ষণের ঘটনার একটি ঘটে গত রোববার। সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ মিলে সেদিন জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র বন্ডি সৈকতে ইহুদিদের এক উৎসব চলার সময় গুলি করে হত্যা করে ১৫ জনকে।
জানা গেছে, ৫০ বছর বয়সী সাজিদের মালিকানায় মোট ছয়টি আগ্নেয়াস্ত্র ছিল। তাই এরকম আগ্নেয়াস্ত্রের অপব্যবহার রোধে প্রধানমন্ত্রী আলবানিজ দেশের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনকে কঠোর করার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিডনি শহরের উপকণ্ঠে বসবাসরত একজন ব্যক্তির এতগুলো আগ্নেয়াস্ত্র থাকার কোনো কারণ নেই।’
এ লক্ষ্যে অতিরিক্ত, সদ্য নিষিদ্ধ ও অবৈধ অস্ত্র সমর্পণের নির্দেশ দেওয়া হবে খুব শিগগির। সরকার এই অস্ত্রগুলো কিনে নেবে সমর্পণকারীদের কাছ থেকে। ১৯৯৬ সালের পর বন্দুক ফিরিয়ে দেওয়ার সবচেয়ে বড় ঘটনা হতে যাচ্ছে এটি। ওই সময় পোর্ট আর্থারে বন্দুকধারীর গুলিতে ৩৫ জন নিহত হওয়ার পর ‘গান বায়ব্যাক’ কর্মসূচির অধীনে ফিরিয়ে নেওয়া হয়েছিল বহু আগ্নেয়াস্ত্র।
এদিকে, বন্ডি সমুদ্র সৈকতে আজ শুক্রবারও শত শত মানুষ গোলাগুলির ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার পুলিশ তাদের তদন্ত কাজের অংশ হিসেবে ঘাতক সাজিদ ও নাভিদের সঙ্গে ইসলামিক স্টেটের কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা তা খতিয়ে দেখছে।

এনটিভি অনলাইন ডেস্ক