অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে অনলাইন ডিসকাশন সাইট ‘রেডিট’। এই যুগান্তকারী আইনটি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই তারা আদালতের দ্বারস্থ হলো। খবর এএফপির।
এই সপ্তাহে টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ একাধিক জনপ্রিয় প্ল্যাটফর্মে তরুণদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। ১৬ বছরের কম বয়সী অস্ট্রেলিয়া-ভিত্তিক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে ব্যর্থ হলে প্রযুক্তি কোম্পানিগুলোকে ৪৯ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৩৩ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা দিতে হবে। সামাজিক মাধ্যম ব্যবহারে প্রথম দেশ হিসেবে এই আইন করেছে অস্ট্রেলিয়া।
আদালতে দায়ের করা নথিতে নতুন এই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন প্রতিষ্ঠান রেডিট। তাদের দাবি, রেডিট মূলত প্রাপ্তবয়স্কদের লক্ষ্য করে তৈরি একটি অনলাইন ডিসকাশন ফোরাম হওয়ায় তাদের নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর তালিকা থেকে অব্যাহতি দেওয়া উচিত। অস্ট্রেলিয়ার হাইকোর্টকে বিষয়টি পর্যালোচনা করার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি।
অন্য এক বিবৃতিতে রেডিট বলছে, তারা এই আইনের অন্তর্ভুক্ত অন্যান্য প্ল্যাটফর্মের মতো নয়। রেডিটের ব্যবহারকারীদের বেশিরভাগই প্রাপ্তবয়স্ক। প্রতিষ্ঠানটির দাবি, তারা ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য বিজ্ঞাপন দেয় না। সহজ কথায়, ১৬ বছরের কম বয়সীরা তাদের টার্গেট ক্লায়েন্ট না।
রেডিটের অভিযোগ, সরকার কোন প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হবে তা নির্বাচনের ক্ষেত্রে অসঙ্গতি দেখিয়েছে। রোবলক্স, পিন্টারেস্ট ও হোয়াটসঅ্যাপের মতো কিছু অ্যাপে অনেক ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারী থাকা সত্ত্বেও সেগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় আনেনি।
অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার দিকে বিশ্বজুড়ে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে, যেখানে নিউজিল্যান্ড ও মালয়েশিয়াও একই ধরনের বিধিনিষেধ নিয়ে বিবেচনা করছে।

এনটিভি অনলাইন ডেস্ক