খালেদা জিয়াকে স্বাগত জানাতে মহাসড়কে বান্দরবানের নেতাকর্মীরা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ১০টি পয়েন্টে অবস্থান নিয়েছেন বান্দরবান জেলার ১০ হাজারের বেশি নেতাকর্মী। আজ রোববার দুপুর থেকে তাঁরা মহাসড়কের পাশে অবস্থান নেন।
দলীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে খালেদা জিয়া সড়কপথে কক্সবাজারে যাচ্ছেন। চট্টগ্রামের সার্কিট হাউস থেকে দুপুর সোয়া ১২টায় গাড়িবহর নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারপারসন।
সকালে দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং ও সাবেক সভাপতি সাচিংপ্রু জেরীর নেতৃত্বে ১০ হাজারের বেশি নেতাকর্মী গাড়িবহর নিয়ে রওনা হন মহাসড়কের দিকে। ফুলের তোড়া হাতে নিয়ে কক্সবাজার মহাসড়কের আজিজনগর, কেরানীহাট, নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম, ফাইতং, পদুয়াসহ আরো ১০টি পয়েন্টে নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নিয়েছেন।
বান্দরবান জেলা ছাত্রদলের সহসভাপতি হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু জানান, জেলা বিএনপির বর্তমান সভাপতি মাম্যাচিংয়ের নেতৃত্বে বিএনপি নেতা অধ্যাপক ওসমান গনি, আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জসিম উদ্দিন তুষারসহ দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা দাঁড়িয়েছেন বান্দরবানের আজিজনগর ইউনিয়নের প্রবেশপথে কক্সবাজার মহাসড়কে। আর জেলা বিএনপির সাবেক সভাপতি সাচিংপ্রু জেরীর নেতৃত্বে বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রমিকনেতা আবদুল কুদ্দুছ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোলতুল কবীরসহ নেতাকর্মীদের আরেকটি গ্রুপ অবস্থান করছে বান্দরবানের প্রবেশপথ কেরানীহাট মহাসড়কে।