চতুর্থ কর্মঠ সরকারপ্রধান শেখ হাসিনা, মোদি পঞ্চম
বিশ্বের সেরা পাঁচজন কর্মঠ ও পরিশ্রমী সরকার এবং রাষ্ট্রপ্রধানের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চতুর্থ কর্মঠ সরকারপ্রধান হয়েছেন। পিপলস অ্যান্ড পলিটিকসের সর্বশেষ গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে।
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব রাষ্ট্র ও সরকারপ্রধান কঠোর পরিশ্রম করেন এবং পরিশ্রমের মাধ্যমে তাঁর দেশে দৃশ্যমান উন্নতি করেছেন তাঁদের কাজ পর্যালোচনা করে এই মূল্যায়ন করা হয়েছে। গবেষণা অনুযায়ী, বিশ্বে সবচেয়ে পরিশ্রমী রাষ্ট্রপ্রধান হলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। দ্বিতীয় কর্মঠ রাষ্ট্রপ্রধান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, তৃতীয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, চতুর্থ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পঞ্চম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রায় ২৩ বছর পর আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সেই সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এসব তথ্য জানান। যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
যুবলীগের চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে চলছে। শেখ হাসিনার উন্নয়নের কারণেই বাংলাদেশ আজ খাদ্য আমদানির দেশ নয়; খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হচ্ছে। যার কারণে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুও করা সম্ভব হচ্ছে।
ওমর ফারুক চৌধুরী বলেন, আজ যা কল্পনা আগামীতে তার বাস্তবায়ন তার নাম শেখ হাসিনা। মিয়ানমারের রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি মাদার অব হিউম্যানিটি।
প্রধান অতিথি আরো বলেন, আন্দোলন ছাড়া সংগঠন শক্তিশালী হবে না। আন্দোলনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে তুলতে হবে। তাই সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শেখ জামাল রিপন ও বায়েজীদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. আতাউর রহমান, মো. জাকির হোসেন খাঁন, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, শোয়েব হোসেন ফারুক, হাসিবুর রহমান বাচ্চু, রবিউল আলম, হাবিবুর রহমান পবন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।