শিক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমার লক্ষ্মীপুর’-এর যাত্রা শুরু
লক্ষ্মীপুর জেলার তরুণ প্রজন্মের জন্য ডিজিটাল মিডিয়ার শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘আমার লক্ষ্মীপুর’-এর যাত্রা শুরু হলো। আজ শনিবার সকালে ঢাকার ইস্কাটনে ব্র্যান্ড ফোকাস নামক প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা আলহাজ মো. গোলাম ফারুক পিংকু এর উদ্বোধন করেন।
গোলাম ফারুক পিংকু বলেন, তরুণরাই গড়বে ডিজিটাল বাংলাদেশ। আর সে লক্ষ্যেই ‘আমার লক্ষ্মীপুর’ এই প্ল্যাটফর্মটি। যেখানে তরুণদের জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার করার পাশাপাশি লক্ষ্মীপুরের সফল ব্যক্তিদের সফলতার গল্প তুলে ধরা হবে।
‘আমার লক্ষ্মীপুর’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
তরুণ উপস্থাপক জাহিদের সঞ্চালনায় গোলাম ফারুক পিংকু আরো বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পরে লক্ষ্মীপুর জেলার রাজনীতিতে হানাহানিমুক্ত যে সুবাতাস ফিরে এসেছে, তা যেন তরুণদের হাত ধরে আরো বেশি বেগবান হয়, সে লক্ষ্যে দল-মত নির্বিশেষে তরুণদের নিয়ে একযোগে কাজ করার জন্যই এই প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্ম তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাবলম্বী করে দারিদ্র্য দূরীকরণে কাজ করবে।
গোলাম ফারুক পিংকু আশা করেন, ‘আমার লক্ষ্মীপুর’ প্ল্যাটফর্মের মাধ্যমে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান, ডিজিটাল ও ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীরা জীবনমুখী শিক্ষার মাধ্যমে আধুনিক লক্ষ্মীপুরের উন্নয়নে অবদান রাখবে।
অনুষ্ঠানের পরিচালক মহিউদ্দিন লিটন জানান, ‘আমার লক্ষ্মীপুর’ নামে ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে প্রতি বুধবার সন্ধ্যা ৬টায় ব্র্যান্ড ফোকাসের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে।