মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে এবং গাড়ি চালকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে প্রাণহানি রোধের দাবিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মঞ্চ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত রাফাতের বাবা আবদুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে আশফাক আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন রাফাতের স্বজন, বন্ধু ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, চালকদের সচেতনতা অবলম্বন করে ও পরবর্তী সব দায়িত্ব নিয়ে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনায় অনেকটা পরিবর্তন আসবে। অকালে ঝরে যাবে না অনেকের প্রাণ। এ ছাড়া গাড়িচালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করে নির্দিষ্ট গতিতে গাড়ি চালানোসহ সব ধরনের আইন ও নীতিমালার মধ্যে নিয়ে আসার দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তাঁরা।
সম্প্রতি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে কালাপুর নামকস্থানে একটি দ্রুতগামী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা রাফাত গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।