লক্ষ্মীপুরে বিএনপির ঝটিকা মিছিল থেকে চার নেতাকর্মী আটক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। সেই মিছিলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সদর থানা পশ্চিম যুবদলের যুগ্ম আহ্বায়ক শিপন পাটোয়ারী, বিএনপিকর্মী রাশেদ, নুরু ও সুমন হোসেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ সময় অন্যায়ভাবে আমাদের চার নেতাকর্মীকে আটক করা হয়।’
জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করায় চারজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে।