মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে গুলি করে হত্যা
মেয়েকে বিয়ে না দেওয়ায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় মেয়েকে বিয়ে দেওয়ার দুই ঘণ্টা পরই উপজেলার সড়ফবাটা গ্রামের প্রবাসী ইদ্রিস আলীকে গুলি করে হত্যা করা হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ অলি এনটিভিকে বলেন, এলাকার ‘সন্ত্রাসী ওসমান’ কয়েকদিন আগে ইদ্রিসের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু পাত্র পছন্দ না হওয়ায় ইদ্রিস সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আজ বিকেলেই অন্য ছেলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়।
এর জের ধরে সন্ধ্যা ৬টার দিকে ওসমান ইদ্রিসকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্হায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় পলাতক ইদ্রিসকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে বলে জানিয়েছে পুলিশ।