মেহেরপুরে বিএনপি নেতার বাড়ির সামনে বোমা হামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/05/photo-1423114726.jpg)
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির এক নেতার বাড়ির সামনে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে বামুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলামের বাড়ির ফটকের সামনে বোমা হামলা করা হয়। বোমার বিকট শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় আমিরুল ও তাঁর পরিবারের কেউ আহত হননি।
রাজনৈতিক কারণে এই বোমা হামলা বলে দাবি করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এনটিভিকে তিনি বলেন, বৃহস্পতিবার সকালে জেলা সদর ও গাংনীতে বিক্ষোভ মিছিল করার কথা ছিল।