রাজশাহীতে ট্রাকে পেট্রলবোমা, হেলপার নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423160675.jpg)
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর ব্রিজের সামনে একটি ট্রাকে পেট্রলবোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। এ সময় জীবন বাঁচাতে লাফ দিতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ট্রাকের হেলপার পিন্টু (৩০) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
পিন্টুর বাড়ি নগরীর মতিহার থানার টাঙ্গন এলাকায়।
ট্রাকের মালিকের কাছ থেকে নম্বর নিয়ে এনটিভির প্রতিবেদক মুঠোফোনে যোগাযোগ করলে চালক মিঠুন জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বরইবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এটি পুঠিয়া উপজেলার বেলপুকুর ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুঁড়ে মারে। এ সময় আতঙ্কে ট্রাক থেকে লাফ দিলে পেছনের চাকায় পিষ্ট হন পিন্টু । এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে বোমার আগুন ট্রাকটিতে ছড়ায়নি।’
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ‘ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে কাছাকাছি একটি পেট্রলপাম্পে আশ্রয় নেন। তবে পুলিশ আসার আগেই তিনি (চালক) ট্রাক নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে পিন্টুর লাশ উদ্ধার করে রাজশাহী সদর হাসপাতালের মর্গে পাঠায়।’
হাফিজুর রহমান আরও বলেন, ‘দুর্ঘটনার পর টাঙ্গন এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবির টহল বাড়ানো হয়েছে।’