অ্যাটকো প্রেসিডেন্ট মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন
বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রেসিডেন্ট এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টা থেকে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে হিলির স্থানীয় সাংবাদিক ও স্যাটেলাইট টিভি দর্শক ফোরাম। এতে অংশ নেন হিলি, বিরামপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিক, সিঅ্যান্ডএফ এজেন্টস, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তব্য দেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি জিল্লুর রহমান, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, জিটিভির হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু, দৈনিক করতোয়ার প্রতিনিধি ডা. আলতাফ হোসেন, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এস এম হায়দার, ইসলামিক টিভির বিরামপুর প্রতিনিধি মাহমুদুল হক মানিক, মোহনা টিভির হিলি প্রতিনিধি আকতার হোসেন বকুল, মোহনা টিভির বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন, মোহনা টিভির ঘোড়াঘাট প্রতিনিধি শামসুল ইসলাম সামু, বাংলাহিলি সীমান্ত শিখা ক্লাবের সভাপতি ও বিএনপি নেতা সহকারী অধ্যাপক এরফান আলী, জেলা বিএনপির নেতা ফেরদৌস রহমান, প্রভাষক শাহীনুর ইসলাম মণ্ডল।