রাস্তায় একা শিশু, তুলে নিয়ে ধর্ষণ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় তিন বছরের এক শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির স্বজনরা অভিযোগ করেন, উপজেলার চরলরেন্স এলাকার বাসিন্দা সাঈদ উল্যাহ চরমার্টিন এলাকায় বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকে। সকালে শিশুটিকে একা পেয়ে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশুটির বাবা গণমাধ্যমকে বলেন, ‘আমি বের হওয়ার সময় বলছি, আব্বু কারো সঙ্গে শয়তানি করিও না। তারপর আমি কাজে চলে গেছি। আমি গাছের কাজ করি। সকালে সাড়ে ১০টার দিকে বউ আমারে ফোন দিয়ে বলে, পিয়ারার জামাই আমার মেয়েরে ধর্ষণ করছে। আমি সঙ্গে সঙ্গে কাজ থেকে সাইকেল চালায়ে আসছি। আমার জ্যাঠাতো ভাই কয়েকটা হাসপাতালে নিছে, সেখানে রাখে নাই। আমি সরকারের কাছে এর উপযুক্ত বিচার চাই।’
শিশুটির মা কাঁদতে কাঁদতে বলেন, ‘সরকারের কাছে আমরা এর উপযুক্ত বিচার চাই। ভবিষ্যতে যেন এমন কাজ করার সাহস কেউ না পায়।’