সৌদিতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে এসে মদিনায় আরো এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিহত বাংলাদেশি হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মোছাম্মৎ ছফুরা বিবি (৭১)।
চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কা, জেদ্দা ও মদিনায় মোট ২০ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে তিনজন নারী ও ১৭ জন পুরুষ। সোমবার সকাল পর্যন্ত ৮৬ হাজার ৬৬৬ জন বাংলাদেশি সৌদি আরবে এসেছেন।