সরকারের অধীনে ইসি সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম : কামরান
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, এই সরকারের অধীনে নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম।
শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে এসব বলেন কামরান।
কামরান বলেন, আমি নির্বাচনে জয়ী আরিফুল হক চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে ভোটারদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, আমি সিলেটের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম। নির্বাচনে জয়-পরাজয় আমার কাছে বিবেচ্য বিষয় নয়। সিলেটের মানুষের পাশে বিপদে আপদে বিগত দিনে ছিলাম আমি আমৃত্যু তাঁদের পাশে থাকব।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানান কামরান।
এদিকে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯২ হাজার ৫৮৮ ভোট। অন্যদিকে আরিফের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান আজ শনিবার সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় আরিফুল ইসলামকে ফোন করে অভিনন্দন জানান বদর উদ্দিন আহমেদ কামরান।
অন্যদিকে নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ১১ হাজার ভোট। হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. মোয়াজ্জেম হোসেন খান পেয়েছেন ২ হাজার ২০৮ ভোট। বাসদের প্রার্থী মো. আবু জাফর মই প্রতীক নিয়ে পেয়েছেন ৯০৯ ভোট। এ ছাড়া স্বতন্ত্রপ্রার্থী মো. এহছানুল হক তাহের হরিণ মার্কা নিয়ে ৩১৪ ভোট এবং মো. বদরুজ্জামান সেলিম বাস প্রতীকে পেয়েছেন ৫৯২ ভোট।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটি করপোরেশনের ১৬টি কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে মেয়র পদে ভাগ্য নির্ধারণের জন্য দুটি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হয়।
গত ৩০ জুলাই নির্বাচনের দিন অনিয়মের কারণে নগরীর গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। এ দুই কেন্দ্র ছাড়া ভোটের ফলাফল সমান হয়ে যাওয়ায় সংরক্ষিত ৭ নম্বর (১৯, ২০ ও ২১) ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও পুনরায় ভোট নেওয়া হয় আজ।
ওই দুই কেন্দ্রে ৪ হাজার ৭৮৭ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী আরিফুল হক পেয়েছেন ২ হাজার ৯২ ভোট। আর বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫২২ ভোট।
গত ৩০ জুলাইয়ের নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ভোট গণনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল ৯০ হাজার ৪৯৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পান ৮৫ হাজার ৮৭০ ভোট। ফলে বিএনপির মেয়র প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চেয়ে চার হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, ভোট সুষ্ঠু করতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ ছাড়া নির্বাহী হাকিমের নেতেৃত্বে ভ্রাম্যমাণ আদালত ছিল ভোটের মাঠে।